Edible Oil Price: এবার ভোজ্য তেলের উপর বেসিক ডিউটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র| Bangla News

Continues below advertisement

পেট্রোল-ডিজেলের শুল্ক হ্রাসের পর এবার দাম কমতে পারে কিছু ভোজ্য তেলের। অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের বেসিক ডিউটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এতদিন অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আড়াই শতাংশ বেসিক ডিউটি নেওয়া হত। এখন থেকে, তা আর নেওয়া হবে না বলে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের উপর থেকে কেন্দ্রের শুল্ক হ্রাসের পর ৭ টাকা ভ্যাট কমানোর কথা সিদ্ধান্ত নিয়েছে চণ্ডীগড়ের প্রশাসন। কেরল সরকার অবশ্য পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট না কমানোর সিদ্ধান্তে অনড় রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram