BJP vs TMC: সৌমিত্র খাঁর কর্মসূচির আগে আলিপুরদুয়ারে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে ছাপাখানা থেকে বিজেপির ফ্লেক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Continues below advertisement
বিজেপি নেতা সৌমিত্র খাঁর কর্মসূচির আগে আলিপুরদুয়ারে উত্তেজনা। হুমকি দিয়ে ছাপাখানা থেকে বিজেপির ফ্লেক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। কাল যুব মোর্চার এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। সেই উপলক্ষে আলিপুরদুয়ার যাবেন সংগঠনের রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।
চিকিত্সকদের ছাড়পত্র পাওয়ার পর বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে ফাইজার-বায়োএনটেক-এর কোভিড-ভ্যাকসিন। টিকাকরণ শুরু আগামী সপ্তাহে, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটেনের পরে এবার ভ্যাকসিনে ছাড়পত্র রাশিয়ার। আগামী সপ্তাহেই টিকাকরণ শুরু করতে নির্দেশ। রুশ উপ প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
রাজ্যে শুরু হল ‘কোভ্যাকসিন’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল। নাইসেডে  টিকা নিলেন পুরমন্ত্রী। পরীক্ষামূলক টিকা নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যপাল।
করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা সরঞ্জাম কেনায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। এবার নাইসেডে ভ্যাকসিনের ট্রায়ালের সূচনা করতে গিয়ে। এটা রাজনীতির কথা বলার জায়গা নয়। পাল্টা বিঁধলেন পুরমন্ত্রীও।
গুলিবিদ্ধ উত্তর ব্যারাকপুর পুরসভা বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূল নেত্রীর দেওর। ভর্তি হাসপাতালে। নেপথ্যে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই বলে পুলিশ সূত্রে দাবি।
কাল মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন নতুন মাঝেরহাট ব্রিজের। নতুন সেতুর নাম জয়হিন্দ ব্রিজ। এটাই কলকাতার প্রথম কেবল স্টেড রেলওভার ব্রিজ। ব্রিজের উদ্বোধনের জন্য বৃহস্পতিবার যান নিয়ন্ত্রণ করা হবে এলাকায়। সূত্রের খবর, মাঝেরহাট ব্রিজ চালুর পরেও থাকবে বেইলি ব্রিজ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram