Ek Dojon Golpo: রাজস্থানে উদয়পুরে ভয়াবহ হত্যাকাণ্ড, রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ, জারি ১৪৪ ধারা

Continues below advertisement

রাজ্যজুড়ে স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে পিছু হঠল সরকার। এবছর হচ্ছে না, কেন্দ্রীয় স্তরের অনলাইন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী। এবছর পুরনো নিয়মেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে।

 

৮দিন পরেও মহারাষ্ট্রে মহানাটক, এবার সরাসরি আসরে বিজেপি। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাল বিজেপি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আবেদন জানালেন ফড়ণবীস। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীস। রাজ্যপালের কাছে বিধানসভায় আস্থা ভোটের দাবি বিজেপির। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকলেন রাজ্যপাল। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আস্থা ভোট শেষ করাতে বললেন রাজ্যপাল। 

 

মহারাষ্ট্র ছাড়ার আটদিন পর, মঙ্গলবার প্রথম প্রকাশ্যে এলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডে। শীঘ্রই মুম্বই ফিরবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, এদিনই বিদ্রোহীদের চিঠি লিখে, ফের একবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

 

রাজস্থানে উদয়পুরে ভয়াবহ হত্যাকাণ্ড। নুপুর শর্মার সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে দর্জির দোকানের ভিতরে ঢুকে খুন করা হল। তোলা হল ভিডিও। পালানোর সময় তাড়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়ে, শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। রাজস্থান জুড়ে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram