West Bengal District News: লিলুয়ায় দুষ্কৃতীদের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ এসআই, এক ঝলকে
লিলুয়ায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুলিবিদ্ধ লিলুয়া থানার সাব ইন্সপেক্টর। তার পায়ে গুলি লাগে। ভর্তি হাওড়ার বেসরকারি হাসপাতালে। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট।
দুর্যোগের মধ্যে গঙ্গায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে মৃত্যু ১৬ ও ১৭ বছরের দুই বন্ধুর। পুলিশ সূত্রে খবর, দুজনেই ভাল সাঁতার জানত না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
হুগলির গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় ১৩টি নতুন মোটরবাইক। কয়েক লক্ষ টাকার জিনিস নষ্ট। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হুগলির পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালে ধুন্ধুমার। চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। হাসপাতেলই ইটবৃষ্টি, বিক্ষোভ। গাফিলতির অভিযোগ অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের।