এক ঝলকে: ত্রিপল নিয়ে বচসার জেরে বিডিএমও-কে হেনস্থা, জন বার্লা ও সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ফের থানায় অভিযোগ

Continues below advertisement

ত্রিপল নিয়ে বচসা। হুগলির বলাগড়ে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে হেনস্থা। মারধর। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির দুই কর্ম্যাধক্ষ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাস তৃণমূল জেলা সভাপতির। এটাই তৃণমূলের সংস্কৃতি। কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

পৃথক উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের দাবি তোলায় জন বার্লা ও সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ফের থানায় অভিযোগ। শ্রীরামপুর থানার শ্যাওরাফুলি ফাঁড়িতে অভিযোগ জানাল তৃণমূল। চলল প্রতিবাদ মিছিল। পাল্টা দার্জিলিং ইস্যুতে তৃণমূলকে বিঁধল বিজেপি। 

হুগলির বেশ কিছু গ্রামীণ এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে। জারি হয়েছে বিধিনিষেধ। এইসব এলাকায় ১ জুলাই পর্যন্ত থাকবে কড়াকড়ি।

লক্ষ্য সংক্রমণ মোকাবিলা। হাওড়ার ডোমজুর, আন্দুল, সাঁকরাইলের একাংশ মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল প্রশাসন। আজ থেকে তিন দিন বন্ধ দোকান, বাজার। ছাড় অত্যাবশ্যকীয় পণ্যে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram