শিরোনাম: ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে তিন সহযোগী-সহ দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা
ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে তিন সহযোগী-সহ দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা রুজু হল। টিকা নিয়ে তিনজন অসুস্থ। ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা জানানো হয়েছে। নজর এড়িয়ে কীভাবে প্রতারণা? সিবিআই চায় বিজেপি। দোষীদের ছাড় নয়। হুঁশিয়ারি ফিরহাদের।
ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন। ভুয়ো আমলা পরিচয়ে পরপর ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা। ট্যাংরার ব্যবসায়ীকে টেন্ডার পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৪০ লক্ষ প্রতারণা। করোনার ওষুধ নিয়ে আরেক ব্যবসায়ীর থেকে ২৬ লক্ষ হাতানোর অভিযোগ।
ভ্যাকসিনের ভুয়ো কারবারের আগে মাস্ক, স্যানিটাইজারব বিলি করে আস্থা অর্জন। এনজিও কর্তা পরিচয়ে তালতলার ক্লাবে গুদামঘর ভাড়া। তারপরই পুরসভার জাল হলফনামা তৈরি করায় দেবাঞ্জন। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ।
ভুয়ো ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় গ্রহীতাদের স্বাস্থ্য পরীক্ষা। সিভিসি নম্বর ছাড়া কোনও কেন্দ্র নয়, জানাল স্বাস্থ্য দফতর। প্রাথমিক রিপোর্ট গেল মুখ্যমন্ত্রীর কাছে।
ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো আইএএস (IAS) কসবার মাল্টি জিমে যেতেন দেবাঞ্জন। আপত্তি সত্ত্বেও দেহরক্ষী নিয়ে ঢুকতেন জিমে। পাঁচ হাজার টাকা দিয়ে রেখেছিলেন ব্যক্তিগত ট্রেনারও।