এক ঝলকে: রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত ৪, বাজকুল কলেজে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ
Continues below advertisement
সাতসকালে দুর্ঘটনা, মুর্শিদাবাদের (Mushidabad) রেজিনগরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। কুয়াশা ও গাড়ির গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সভায় অনুপস্থিত তৃণমূলের (TMC) জেলা নেতৃত্ব। টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে (TMCP-ABVP clash) অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর (Durgapur)। পুরুলিয়ায় ক্যালেন্ডার বিলি করে জনসংযোগ কংগ্রেসের (Congress)। আজ আলিপুরদুয়ার (Alipurduar) সফরে তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। করোনা বিধি মেনেই হবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। মেলায় পৌঁছতে থাকবে ১৩টি এন্ট্রি পয়েন্ট।
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE Abp Ananda BJP TMC West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021 Abhishek Banerjee Kailash Vijayvargiya Dilip Ghosh