District Top News: সায়নীর প্রচার ঘিরে উত্তপ্ত বার্নপুর, আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতার
১২ মার্চ নন্দীগ্রাম (Nandigram) আসনে মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওইদিন তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) এবং ধর্মেন্দ্র প্রধান। বিজেপি (BJP) সূত্রে খবর, সেদিনের রোড শোতে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
নন্দীগ্রামে (Nandigram) আজ মমতার (Mamata Banerjee) মনোনয়ন, করবেন রোড শো। আগের দিন গেলেন একের পর এক মন্দির ও মাজারে। রাস্তার দোকানে বানালেন চা। নন্দীগ্রামে পা দিয়ে বহিরাগত তত্ত্বে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার। ধর্ম নিয়ে মোদিকে (Narendra Modi) ফের আক্রমণ। সাম্প্রদায়িকতার মোড়কে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা, পাল্টা বিজেপি।
মালদার মোথাবাড়িতে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি। পায়ে গুলি লাগে বিজেপি কর্মীর। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে উত্তপ্ত বার্নপুর। বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিপেটার কয়েকদিন পর মৃত্যু হয় মইদুল মিদ্যার। তাঁর বাড়িতে গিয়ে প্রশাসনকে নিশানা করলেন মহম্মদ সেলিম (Md.Salim)। মার্চের ১৫ এবং ২১ তারিখ বন্ধ বেলুড় মঠ (Belur Math)। রামকৃষ্ণ দেবের জন্মতিথি ও জন্মমহোৎসবে উপস্থিত থাকতে পারবেন না ভক্তরা।