এক ঝলকে: হলদিয়ায় গুদামে বিধ্বংসী আগুন, কাকদ্বীপে ভস্মীভূত বহু ঝুপড়ি, সঙ্গে অন্য খবর
নন্দীগ্রামে জনসভায় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানিয়ে দিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়বেন নন্দীগ্রাম থেকে। একই সঙ্গে লড়তে পারেন ভবানীপুর থেকেও। 'মাননীয়াকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব,' পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। অন্যদিকে নাম না করে নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূলত্যাগীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেজুরির সভা থেকে জবাব দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। হলদিয়ায় বেসরকারি কারখানার গুদামে বিধ্বংসী আগুন। সূত্রের খবর, কারখানায় আটা ও ময়দা মজুত ছিল। অভিষেকের গড় ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রের আমতলায় মিছিল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের পাল্টা মিছিল সাতগাছিয়ায়। বাগবাজারের পর কাকদ্বীপেরও ঝুপড়িতে ভয়াবহ আগুন। ভস্মীভূত প্রায় কুড়িটি ঝুপড়ি।
Tags :
Bengal Election Ek Jhalake ABP Ananda LIVE Haldia Abp Ananda Fire West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021 Mamata Banerjee