এক ঝলকে: অপুর প্রয়াণে মন ভাল নেই কৃষ্ণনগরের, পাক হামলায় নিহত জওয়ানকে গান স্যালুট, সঙ্গে অন্যান্য খবর
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে মন ভাল নেই তাঁর জন্মস্থান কৃষ্ণনগরের। আত্মীয়, পরিজন থেকে বন্ধুবান্ধব, ভারাক্রান্ত সকলে। গঙ্গাপাড়ে বেলা শেষের বিষন্নতা, শোকের ছায়া জলঙ্গির তীরেও। কাশ্মীরে পাকিস্তানের হামলায় নিহত তেহট্টে রঘুনাথপুরেরে জওয়ান সুবোধ ঘোষকে গান স্যালুট। নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। পলাশী শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। নদিয়ার ধানতলায় হলদিপাড়া গ্রামে বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধন তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের। ভোট ব্যাঙ্কের জন্যই মূর্তি উদ্বোধন, কটাক্ষ বিজেপির। উদয়ন পণ্ডিতের প্রয়াণে শোকে বিহ্বল পুরুলিয়ার রঘুনাথপুর। শিলিগুড়ির পর এবার ফুলবাড়িতে শুভেন্দুর নামে পোস্টার। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া।
Tags :
Numbers Of News Bankra Ek Jhalake Subodh Ghosh ABP Live Soumitra Chatterjee Death Purulia Abp Ananda