এক ঝলকে: সোনারপুরে বিদ্যুৎ না পেয়ে বিক্ষোভ, ইটের ঘায়ে আহত বিদ্যুৎকর্মী, বারাসাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Continues below advertisement
উমপুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা। মাতলা নদীর বাঁধ ভেঙে ক্যানিংয়ে বিপত্তি, জল ঢুকেছে একাধিক গ্রামে। অন্যদিকে হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধে ফাটল, জল আটকাতে স্থানীয়রাই লাগিয়েছেন হাত। পাশাপাশি বিদ্যুৎ না পেয়ে বিক্ষোভ সোনারপুরে, ইটের ঘায়ে আহত এক বিদ্যুৎকর্মী। একইসঙ্গে বারাসাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বিদ্যুৎকর্মীর। অন্যদিকে হাওড়ার পাচলায় নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার ১।
Continues below advertisement
Tags :
West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone Effect Ek Jhalake South 24 Pargana Cyclone Amphan Abp Ananda