Election Commission: SIR -এ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করতে নির্দেশ কমিশনের | ABP Ananda Live

ABP Ananda Live: SIR -এ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করতে নির্দেশ কমিশনের। DEO, ERO, এবং AERO-দের গ্রহণ করতেই হবে আধার কার্ড। আধার কার্ড না নিলে কড়া ব্যবস্থা, নির্দেশিকায় জানাল নির্বাচন কমিশন। ৮ সেপ্টেম্বর বিহার SIR -এ ১২ তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের।

 

নেপালের আঁচ ভারতে। বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত। ওপারে নেপালের বীরগঞ্জ। সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে দেশে ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। আপাতত ছেদ পড়েছে ভারত - নেপাল বাণিজ্যতেও। এই পরিস্থিতিতে যাঁরা দেশে ফিরছেন, তাঁরাও আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না। অগ্নিগর্ভ নেপালে কারও কারও অভিজ্ঞতা ভয়াবহ। কাজের সূত্রে নেপালে যাতায়াত করেন বাংলার অনেকেরই। কিন্তু এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে ভাবেননি। নেপালে উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে গিয়েছিলেন কলকাতার ৩ বাসিন্দা। অফিসের কাজে দিন সাতেক আগে নেপালে যান সায়েন্স সিটির বাসিন্দা দিলীপ মণ্ডল, বউবাজারের বাসিন্দা কৃষ্ণপ্রসাদঅধিকারী এবং বেহালার বাসিন্দা পরেশ মল্লিক।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola