Nitish Kumar: যাবতীয় জল্পনার অবসান, বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের | ABP Ananda LIVE
Continues below advertisement
যাবতীয় জল্পনার অবসান। বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। নীতীশকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। এরপরই রাজভবনে গিয়ে রাজ্যপালকে ইস্তফা পত্র দেন নীতীশ। সূত্রের খবর, ইন্ডিয়া জোট ছেড়ে NDA-র হাত ধরে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে চলেছেন তিনি। দশ বছরে এই নিয়ে পাঁচবার ডিগবাজি খেলেন নীতীশ। ৯ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। ইস্তফা দিয়ে নীতীশ বলেন, দেড়বছর ধরে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার অনেক চেষ্টা করেছেন। কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল না। কোনও কাজ হচ্ছিল না। এবার নতুন জোটে যাচ্ছেন বলেও জানিয়েছেন নীতীশ। সূত্রের খবর, বিহারে নতুন সরকার না হওয়া পর্যন্ত নীতীশকেই ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালানোর পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।
Continues below advertisement