Farmer Protest: কৃষক আন্দোলন ঘিরে ফের উত্তাল শম্ভু সীমানা । ব্যরিকেড দিয়ে দিল্লি চলো অভিযান রুখল পুলিশ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কৃষক আন্দোলন ঘিরে ফের উত্তাল পরিস্থিতি। পঞ্জাব এবং হরিয়ানা সীমানায় কৃষকদের আন্দোলন আটকাল পুলিশ। দিল্লি অভিমুখে রওনা দিলে কৃষকদের আটকানো হয় সেখানে। শম্ভু সীমানার কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ ও কৃষকদের মধ্যে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে আন্দোলনকারী কৃষকদের ছত্রখান করতে চেষ্টা চালায় পুলিশ।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং অন্যান্য দাবিদাওয়া নতুন করে মাথাচাড়া দিয়েছে কৃষক আন্দোলন। সেই মতো দিল্লির উদ্দেশে রওনা দেয় শতাধিক কৃষকের একটি দল। কৃষকদের ওই দিল্লি অভিযান রুখতে এগিয়ে আসে হরিয়ানা পুলিশ। সেখানে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, চলে ধস্তাধস্তি। আন্দোলনকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। (Delhi Farmers Protests)

পূর্ব অভিজ্ঞতা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আঁচ করেছিলেন কৃষকরা। তাই মাস্কে মুখ ঢেকে, চশমায় চোখ ঢেকেই আন্দোলেন নেমেছিলেন তাঁরা, যাতে কাঁদানে গ্যাসের মোকাবিলা করতে পারেন। পুলিশ দাবি করে, আন্দোলনকারীদের অনেকে কৃষকই নন। তাঁদের শনাক্ত করতে গেলে বাধা দেওয়া হয়। যদিও কৃষকদের দাবি, সরকারের নির্দেশে তাঁদের দিল্লি যাওয়া আটকানো হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram