fashion designer Sharbari Dutta died: শর্বরী দত্তের মৃত্যু নিয়ে কী বললেন পারিবারিক চিকিৎসক অমল ভট্টাচার্য?
ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার। এ প্রসঙ্গে পারিবারিক চিকিৎসক অমল ভট্টাচার্য জানিয়েছেন, পুলিশের অনুমতি নিয়ে তাঁর দেহ ঘরে রাখা হয়েছে। অমলিন আমাকে ফোন করে বলল, "অমল দা শীঘ্রই এসো, আমার ভীষণ নার্ভাস লাগছিল। আমি পরামর্শ দিই, তাঁদের পুলিশে খবর দিতে।"
কানের পাশে এক আঘাত আছে, কিন্তু দেহ স্পর্শ করেননি, জানান পারিবারিক ডাক্তার।
ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার। ওই দিন সকাল থেকেই তাঁকে বাড়িতে দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি অন্যান্য দিনের মতোই তিনি কোনও কাজে বেরিয়েছেন বলে মনে করেন তাঁরা। শর্বরী দত্তর ছেলে অমলিন দত্তর দাবি গভীর রাত পর্যন্ত তাঁর মা বাড়ি না ফেরায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ির একটি শৌচাগারে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় কড়েয়া থানায়। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল শর্বরী দত্তের, তদন্তে পুলিশ।