ফটাফট: শক্তির আরাধনায় সেজে উঠেছে তিলোত্তমা; জয়সলমির সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রীর, সঙ্গে অন্যান্য খবর

আজ কালীপুজো। আলোর উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা। শক্তির আরাধনা কালীঘাট থেকে কামাক্ষ্যা, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে। লক্ষ লক্ষ মাটির প্রদীপে অযোধ্যায় চোখ ধাঁধানো দীপোৎসব। সেজে উঠল কেদারনাথ থেকে অক্ষরধাম। জয়সলমির সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনে মোদি। দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজো। করোনা আবহে মন্দির চত্বরে তৈরি স্যানিটাইজিং টানেল। থার্মাল স্ক্রিনিংয়ের পর মন্দিরে প্রবেশ। কালীপুজোর দিনে আদ্যাপীঠে পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। কালীঘাট মন্দিরে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা। সকাল থেকেই ভক্তদের ভিড়। তারাপীঠে চলছে শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে হচ্ছে পুজো। সঙ্গে দেখুন অন্যান্য খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola