ফটাফট: ফেব্রুয়ারির মধ্যেই আসছে কোভিশিল্ড, ২৬/১১-য় হামলার ছক? আরও খবর সঙ্গে
Continues below advertisement
কড়া নজরদারিতে অবশেষে বাঁচল কলকাতার দুই ফুসফুস। রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছট পুজোর নামে তাণ্ডব রুখল পুলিশ প্রশাসন।
রাজ্যে মোট CORONA আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষ ছুঁতে চলেছে। এক দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৬২৬। মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৭,৯২৩। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগণা।
ফেব্রুয়ারির মধ্যেই ভারতে আসতে পারে OXFORD--এর তৈরি ভ্যাকসিন। হাজার টাকার আশেপাশে এই ভ্যাকসিনের জোড়া ডোজের দাম হতে পারে। গুজরাতে করোনা সংক্রমণ রুখতে আহমেদাবাদে ২৩ নভেম্বর সকাল পর্যন্ত কার্ফু। মধ্যপ্রদেশের ছয়টি শহরে শুরু হচ্ছে নাইট কার্ফু। মুম্বইয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের নির্দেশ। নভেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্দের নির্দেশ দিল হরিয়ানা সরকার।
রাজ্যে মোট CORONA আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষ ছুঁতে চলেছে। এক দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৬২৬। মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৭,৯২৩। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগণা।
ফেব্রুয়ারির মধ্যেই ভারতে আসতে পারে OXFORD--এর তৈরি ভ্যাকসিন। হাজার টাকার আশেপাশে এই ভ্যাকসিনের জোড়া ডোজের দাম হতে পারে। গুজরাতে করোনা সংক্রমণ রুখতে আহমেদাবাদে ২৩ নভেম্বর সকাল পর্যন্ত কার্ফু। মধ্যপ্রদেশের ছয়টি শহরে শুরু হচ্ছে নাইট কার্ফু। মুম্বইয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের নির্দেশ। নভেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্দের নির্দেশ দিল হরিয়ানা সরকার।
Continues below advertisement
Tags :
Subhabsh Sarobar Fatafat ABP Ananda LIVE Chhat Puja Corona RABINDRA SAROBAR Gujrat Mumbai Abp Ananda Vaccine Coronavirus