ফটাফট: পুজোর মরসুমে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, করোনা আক্রান্ত কবি শ্রীজাত, সঙ্গে অন্য খবর

আজ মহানবমী। পুজোর আর বাকি মাত্র একদিন। মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। করোনা আবহেও উৎসবের আমেজে বাংলা। অষ্টমীর রাতে দেখা গেল না সেই  চেনা ভিড়। এবিপি আনন্দর মানবতার আবাহনে সেরার সম্মান কুমারটুলি সর্বজনীন, শিল্পভাবনায় সেরা বোসপুকুর শীতলা মন্দির। লোকশিল্প প্রয়োগে সেরা কাশী বোস লেন। সমাজ চেতনায় সেরা দমদম পার্ক তরুণ সঙ্ঘ। এবিপি আনন্দ উদ্ভাবনে সেরা পুজোর সম্মান পেল ভবানীপুর অবসর ক্লাব। শ্যামাপল্লী শ্যামাসঙ্ঘ পুজো পেল এবিপি আনন্দ দৃশ্যভাবনায় সেরা পুজোর স্বীকৃতি। অষ্টমীতে সুরুচি সঙ্ঘে চাঁদের হাট। একসঙ্গে অঞ্জলি দিলেন নুসরত, মিথিলা, সৃজিতরা। রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা তবে কমল মৃত্যু। করোনা আক্রান্ত কবি শ্রীজাত। করোনা আবহে এখনই স্কুল খুলছে না দিল্লিতে, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার বিহারে শুরু বিধানসভা নির্বাচন। দার্জিলিংয়ে ভারতীয় সেনা ঘাঁটি পরিদর্শন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola