ফটাফট: ধৃত KLO শীর্ষ নেতা, কাঁকুলিয়া রোডে জোড়া খুনে তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা| Bangla News

Continues below advertisement

দক্ষিণ দিনাজপুরে আত্মসমর্পণ কেএলও-র শীর্ষ নেতা সুদীপ সরকার ওরফে পিন্টু বড়ুয়ার। কেএলও-র সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন সুদীপ। অপরেশন চালাতেন মণিপুর, বাংলাদেশ, মায়ানমারে। ঘাঁটি ছিল অসম, বাংলাদেশে। 

কাঁকুলিয়া রোডে জোড়া খুন। উদ্ধার বাড়ি মালিক, গাড়ির চালকের দেহ। ঘাড়, কবজি, পায়ে গভীর ক্ষত। এলাকায় চাঞ্চল্য। অভিজাত এলাকায় সম্পত্তি বিক্রির কথা চলছিল। কথা বলতে এসেছিল কেউ। তারপরেই ফোন বন্ধ প্রৌঢ়ের। তদন্তে লালবাজারের হোমিসাইড শাখাও। 

ইটাহারে বিজেপির (BJP) যুব মোর্চার সভাপতিকে গুলি করে খুন। অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার। গ্রেফতার ১। নেতার পরিচিত ধৃত ব্যাক্তি। দাবি পুলিশের। 

পদ্মার ওপারে দুর্গাপুজো ঘিরে উত্তেজনা। হামলা পূর্ব-পরিকল্পিত। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত। প্রতিক্রিয়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram