Afternoon Headline: ABP Ananda:'বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু, ফিরছেন অমিত শাহর সঙ্গে', সঙ্গে অন্য খবর

Continues below advertisement
বিধানসভার আগে মার্চের শেষেই হতে পারে কলকাতার পুরভোট। কমিশনকে জানাল সরকার। ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানাচ্ছে কমিশন। 'কমিশন যখন চাইবে, তখনই ভোট,' পুরনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদের। সব পুরসভাতেই ভোটের দাবি দিলীপের (Dilip Ghosh)। ভয় পেয়ে এতদিন ভোট পিছনোর চেষ্টা করেছে তৃণমূল (TMC)। কটাক্ষ সুজনের (Sujan Chakraborty)। শুক্রবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari), ছাড়তে পারেন বিধায়ক পদ। বৃহস্পতিবার যাচ্ছেন দিল্লি, শনিবার ফিরবেন অমিত শাহের সঙ্গে। মেদিনীপুর শহরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং। শুভেন্দু, রাজীবের পর এবার বেসুরো বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মন্ডল। রাজ্যে কমছে সংক্রমণ,…
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram