ফটাফট: 'মন কি বাত'-এ কৃষি বিলের পক্ষেই সওয়াল মোদির, বঙ্গ-বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্ত, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

ট্যুইটের পর এবার মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। সিঙ্গুরের প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে খোঁচা। সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল, অভিযোগ ধনকড়ের। অকালি দল সঙ্গ ছাড়ার পরও নাম না করে কৃষি বিলের পক্ষে জোর সওয়াল মোদির। মনের মতো দাম পাচ্ছেন কৃষকরা, ‘মন কি বাত’-এ দাবি প্রধানমন্ত্রীর। একুশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে রদবদল। গুরুত্ব বাড়ল মুকুল রায়ের। কেন্দ্রীয় সম্পাদকের পদ হারালেন রাহুল সিনহা। পদ হারাতেই বিদ্রোহী রাহুল। নতুন কমিটিকে শুভেচ্ছাবার্তা দিলীপ ঘোষের। জাতীয় মুখপাত্র রাজু বিস্ত। বসিরহাটে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ। দীপিকা, শ্রদ্ধা ও সারার বয়ানে সন্তুষ্ট নয় এনসিবি। তিন তারকারই ফোন বাজেয়াপ্ত। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে রকুল প্রীত, সিমোন ও করিশ্মার ফোন। ধৃত কর্ণ জোহর ঘনিষ্ঠকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। মুম্বইয়ের বড়ো ড্রাগ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহ, ট্যুইটে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram