‘বিজেপির সঙ্গ ছাড়লেও মোদিকেই নেতা মানেন উদ্ধব ঠাকরে’, সঞ্জয় রাউতের মন্তব্যে নতুন জল্পনা
মহারাষ্ট্রে ফের কাছাকাছি সিবসেনা-বিজেপি? গতকাল মুম্বইয়ের এক হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। পড়ে তিনি বলেন, কারোর সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকতে পারে কিন্তু ব্যক্তিগত শত্রুতা নেই। বিজেপির সঙ্গ ছাড়লেও এখনও নরেন্দ্র মোদিকে নিজের নেতা মনে করেন উদ্ভব ঠাকরে, তাৎপর্যপূর্ণ মন্তব্য শিবসেনা সাংসদের।
Tags :
Udvab Thakrey ABP Ananda LIVE Devendra Fadnavis Abp Ananda Maharashtra Shiv Sena Narendra Modi BJP