Puri Ratha Yatra 2024: একসঙ্গে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী! রথযাত্রা উপলক্ষ্যে সৌজন্যের রাজনীতির সাক্ষী রইল জগন্নাথধাম। ABP Ananda Live

Continues below advertisement

ওড়িশায় রথযাত্রা উপলক্ষ্যে সৌজন্যের রাজনীতির সাক্ষী রইল জগন্নাথধাম (Puri Jagannath)। একে অপরকে নমস্কার-প্রতি নমস্কার জানাতে দেখা গেল ওড়িশার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিরোধী শিবিরে বিজেডির প্রধান নেতা নবীন পট্টনায়েককে অনুষ্ঠান মঞ্চে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই মধুর ছবির সাক্ষী রইলেন স্বয়ং রাষ্ট্রপতি।

রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র যেন রাজনীতির মহামিলনক্ষেত্র। মাঝে রাষ্ট্রপতি, একপাশে বর্তমান, অন্যপাশে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী, পুরীর পুণ্য উৎসবে রাজনীতির রং দূরে সরিয়ে দেখা গেল সৌজন্যের নজির। একে অপরকে সমালোচনার তিরে বিদ্ধ করা নয়,  কার্যত হাত ধরাধরি করে সৈকত শহরে রথযাত্রা উৎসবে সামিল হলেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে 'নবীন'যুগ শেষ করে 'মাঝি'-কেই রাজ্যের কান্ডারি করেছে ওড়িশার জনগণ। বিজেডি সরকারের ২ যুগের রাজত্বের অবসান ঘটিয়ে জগন্নাথভূমে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির মোহনচরণ মাঝি। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে সৈকত শহরে একমঞ্চে পাশাপাশি দেখা গেল ওড়িশার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বয়সের ভারে ন্যুব্জ বিজেডি প্রধান নবীন পট্টনায়েককে হাত ধরে মঞ্চে তুলতে দেখা গেল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঞ্চে রাষ্ট্রপতির একদিকে বসে থাকতে দেখা যায় ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীকে, অন্যদিকে বসেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram