BJP:কংগ্রেস নেতা কমল নাথ কি বিজেপিতে ? ABP Ananda Live
Continues below advertisement
BJP: মধ্য প্রদেশের(Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী(Former Chief Minister) বর্ষীয়ান কংগ্রেস(Comgress) নেতা কমল নাথ(Kamal Nath) সম্ভবত বিজেপিতে(BJP) যোগদান করছেন। ভোপাল থেকে দিল্লি পৌঁছেছেন কমল নাথ, তাঁর পুত্র নকুল নাথ ও কয়েকজন কংগ্রেস বিধায়ক(MLA)। সূত্রের খবর তাঁরা আগামী ১৯শে ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করবেন। যদিও কমল নাথ এই অভিযোগ অস্বীকার করেছেন। ABP Ananda Live
Continues below advertisement