এপ্রিল থেকেই লাদাখে আগ্রাসনের ছক কষেছিল চিন? উপগ্রহ চিত্রে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য!
লাদাখের পরিস্থিতি উপভোগ করার মতো সময় এখন আর নেই। কারণ পাহাড়ের ওপারে বসে লাগাতার ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করে তুলছে চিন। ১৫ জুন লাদাখের গালওয়ান উপতক্যায় ভারতীয় সেনার ওপর হামলা চালায় চিনা ফৌজ। এই আগ্রাসনের ছক তারা কষছিল ১৮ই এপ্রিল থেকে। স্যাটেলাইট ইমেজে এসে চাঞ্চল্যকর তথ্য।
Tags :
India - China India China War Border India China Ladakh Indo-China Conflict Abp Ananda Ladakh