১২ই অগাস্ট পর্যন্ত স্পেশাল ছাড়া অন্য ট্রেন বন্ধ, ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি ট্যাক্সি ইউনিয়নগুলির - শিরোনাম
১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে যাবতীয় মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ থাকছে। শুধু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলওয়ে বোর্ডের। ১ জুলাই থেকে ১২ই অগাস্ট পর্যন্ত সমস্ত টিকিট বাতিল। লাগাতার ডিজেলের মূল্যবৃদ্ধি। ভাড়া বাড়ানোর দাবিতে সরব কয়েকটি ট্যাক্সি ইউনিয়ন। ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি। এখনও ধর্মঘটের পথে হাটতে নারাজ একাংশ।
Tags :
Taxi Fare Coronaviurs Trains Cancelled Headlines Indian Railways Abp Ananda Unlock One Lockdown Covid-19