Sribhumi Ganesh Puja: দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্য়োগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গণেশ পুজো | ABP Ananda LIVE
Continues below advertisement
দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্য়োগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গণেশ পুজো করা হল। পুজোর আয়োজন করেন ক্লাবের সদস্য়রা। লাড্ডু ও মোদক দিয়ে গণেশ পুজো করা হয়। কাঁসর, ঘণ্টা, ঢাক বাজিয়ে গণেশের আরাধনা করা হয়।আরতি করেন দমকলমন্ত্রী সুজিত বসু। মানুষের শুভ কামনা করে পুজোও দেন তিনি।
Continues below advertisement