Gangasagar Mela: ডবল ডোজের সার্টিফিকেট থাকলেই বাবুঘাট থেকে গঙ্গাসাগরের বাসে ওঠার অনুমতি পুলিশের| Bangla News

Continues below advertisement

বাবুঘাট (Babu Ghat) থেকে গঙ্গাসাগরের (Gangasagar) উদ্দেশ্যে বাস ছাড়ার আগে নজরদারি। পুণ্যার্থীর ভ্যাকসিনের (Covid Vaccine) ডবল ডোজ আছে? বাবুঘাটে তৎপর কলকাতা পুলিশের কর্মীরা। বাসে ওঠার আরে ভ্যাকসিনের ২ টি শংসাপত্র দেখে তবেই উঠতে দেওয়া হচ্ছে। যাদের প্রথম ভ্যাকসিন নেওয়া হয়েছে তাঁদের সেখানেই দ্বিতীয় ভ্যাকিসেনর ডোজ দেওয়া হচ্ছে। এছাড়াও সকলে মাস্ক ব্যবহার করছেন কিনা তাও কড়া ভাবে দেখছেন কলকাতা পুলিশের কর্মীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram