বিজেপি-তে নবীন-প্রবীণে বিবাদ, দিলীপ ঘোষের সামনেই দুপক্ষের হাতাহাতি
Continues below advertisement
গড়বেতায় দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষের সামনেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের পুরনো নেতাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ। মঞ্চের কাছে হাতাহাতিতে জড়ালেন দুই গোষ্ঠীর লোকজন। আজ গড়বেতা বিধানসভায় মণ্ডল কার্যকর্তাদের নিয়ে বৈঠকে বসেন দিলীপ। সেই সময় উপস্থিত হন বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মী। যার মধ্যে ছিলেন গত বিধানসভা ভোটে গড়বেতা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। প্রদীপের অভিযোগ তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকে যোগ দিতে গেলে জেলা সহ সভাপতি মদন রুইদাস এবং জেলা সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডুর লোকজন তাঁদের বাধা দেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। দিলীপ ঘোষ অবশ্য জানান, যাঁরা আমন্ত্রিত তাঁরাই বৈঠকে যোগ দিতে পারবে।
Continues below advertisement