Garments Industry: করোনার কোপের ওপর বর্ধিত GST, প্রতিবাদে সরব বস্ত্র ব্যবসায়ীদের সংগঠন| Bangla News

Continues below advertisement

একে করোনার ধাক্কা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে বর্ধিত জিএসটির (GST) গুঁতো। সাঁড়াশি চাপে সঙ্কটে বস্ত্র শিল্প। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই সমস্যার কথা তুলে ধরলেন বস্ত্র ব্যবসায়ীরা। বস্ত্র শিল্পে জিএসটির হার ছিল ৫%। সম্প্রতি তা বাড়িয়ে ১২% করেছে কেন্দ্র। নতুন হারে জিএসটি লাগু হবে ২০২২-এর জানুয়ারি থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বস্ত্র ব্যবসায়ীদের সংগঠন Bangla Readymade Garments Manufacturers and Traders Welfare Association, Kolkata।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram