Gas Price Hike: একলাফে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা! মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম
ABP Ananda Live: সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। এই খবরে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে। পয়লা এপ্রিলই ৭৪৮টা ওষুধের দাম বেড়েছে। এক সপ্তাহ যেতে না যেতেই ফের বাড়ল খরচের বোঝা। গত কয়েক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম হু হু করে কমেছে। উপসাগরীয় দেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৬৫ ডলারের নীচে নেমেছে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যেটা দাঁড়ায় প্রতি লিটারে প্রায় ৩৫ টাকা। তবে ভারতের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এখনও লিটার পিছু ১০০ টাকার উপরেই। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, পেট্রোপণ্য়ের দাম বাড়ানোর সময় তো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের যুক্তি দেয় কেন্দ্র। তাহলে অপরিশোধিত তেলের দাম কমলে সাধারণ মানুষ তার সুবিধা পাবে না কেন?