গোসাবায় তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার আশ্রিত যুবকের ঝুলন্ত দেহ
Continues below advertisement
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে আশ্রিত এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম লাবণ্য হালদার। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে গোসাবার পাঠানখালিতে ওই যুবকের বাবা-মা খুন হন। তারপর বিধায়কই লাবণ্যকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ওই যুবক আইটিআই-এ পড়ছিলেন। থাকতেন সোনারপুরে। দিন পনেরো আগে তিনি গোসাবায় বিধায়কের বাড়িতে ফিরে আসেন। তারপর আজ সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিধায়কের দাবি, োই যুবক কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি।
Continues below advertisement