‘১ মে কেন হেলথ বুলেটিন প্রকাশ করা হল না?’, ট্যুইটে ফের রাজ্যকে খোঁচা রাজ্যপালের
Continues below advertisement
‘করোনা সংক্রান্ত তথ্য গোপন করার কাজ বন্ধ করুন। স্বচ্ছতা বজায় রাখুন‘, ফের ট্যুইট করে রাজ্য সরকারকে খোঁচা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি প্রশ্ন তোলেন, ‘কেন ১ মে হেলথ বুলেটিন প্রকাশ করা হল না?’ তাঁর কথায়, ’৩০ এপ্রিল হেলথ বুলেটিন অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৭২। কিন্তু কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী সংখ্যাটা ৯৩১। যদি কারোর মৃত্যু হয় বা কেউ সুস্থ হয়ে ওঠেন, তাহলেও এই দুটি সংখ্যা মেলার কথা নয়।‘
Continues below advertisement
Tags :
Transparacy Fact Health Bulletin Jagdeep Dhankar Corona State Government Governor Abp Ananda West Bengal Covid-19