'ভবিষ্যতে রাজ্যপালের চিঠির জবাব দেবে না দল' জানালেন সুদীপ, 'বিজেপি বাংলাকে চিনের উহান বলছে' ক্ষুব্ধ ডেরেক

Continues below advertisement
'বিজেপি বাংলাকে চিনের উহান বলছে, বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, আর্থিক প্যাকেজের প্রয়োজন', বললেন ডেরেক| তিনি আরও বলেন, 'বলা হচ্ছে ২০টি জেলায় স্বাস্থ্যমন্ত্রক থেকে লোক পাঠানো হয়েছে, গুজরাত, অন্ধ্র, মুম্বই-তে ৩টি করে টীম, দিল্লিতে দুটো কিন্তু বাংলায় একটা, এর অর্থ বাংলার অবস্থা ভালো| কিন্তু আইএমসিটি-র ব্যক্তব্যের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই| কেন্দ্র প্রমাণ করতে চাইছে করোনা মোকাবিলায় বাংলা পিছিয়ে' | 'করোনা মুক্তি করতে হবে, রাজ্যপালকে আমরা গুরুত্ব দি না, ভবিষ্যতে রাজ্যপালের চিঠির উত্তর দিতেও দল বিরত থাকবে', বললেন সুদীপ| সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা আজ সাংবাদিক বৈঠকে বাংলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন| পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেনি কেন্দ্র, পিএম কেয়ার-এর অর্থ গরিবদের জন্য ব্যবহার হোক, দাবি দীনেশ ত্রিবেদীর|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram