GST Reform 2025 : GST নীতিতে বড়সড় বদল আর থাকবে না ১২% ও ২৮% স্ল্যাব
ABP Ananda LIVE : উৎসবের আগে GST-উপহার। এবার থাকবে শুধু পাঁচ শতাংশ আঠেরো শতাংশ এবং চল্লিশ শতাংশের স্ল্য়াব। উঠে গেল বারো শতাংশ ও আঠাশ শতাংশের স্ল্য়াব। মধ্য়বিত্তকে বড় স্বস্তি দিয়ে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে তুলে দেওয়া হল জিএসটি। বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটি-র নতুন হার কার্যকর হবে।
GST নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত। উঠে গেল ১২% ও ২৮% GST স্ল্যাব। শুধু ৫%, ১৮% স্ল্যাব থাকছে। Sin and luxury Goods-এর জন্য ৪০% স্ল্যাবের অনুমোদন দিল কাউন্সিল। ২২ সেপ্টেম্বর থেকেই নতুন GST হার কার্যকর হবে। এর ফলে বিভিন্ন সামগ্রীর দাম কমছে। এই তালিকায় রয়েছে মাখন, ঘি, চিজ, স্যাম্পু, টুথপেস্ট। জীবনবিমা, স্বাস্থ্যবিমা থেকেও উঠে গেল GST। দাম কমছে থার্মোমিটার, ক্লিনিক্যাল ডায়াপারের।
এদিন ৫৬তম GST কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ঘোষণা করেন, "আমরা স্ল্যাব কমিয়ে এনেছি। এখন থেকে দু'টি স্ল্যাব থাকবে এবং আমরা ক্ষতিপূরণ সেসের সমস্যাগুলিরও সমাধান করছি।"
GST নীতিতে বড়সড় বদল আর থাকবে না ১২% ও ২৮% স্ল্যাব