নিষেধাজ্ঞা মদ বিক্রিতে, সংক্রমিত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে খোলা যাবে না দোকান
Continues below advertisement
লকডাউনের এক মাসের মাথায় সামান্য স্বস্তি। শর্তসাপেক্ষে আজ থেকে খুলছে দোকানপাট। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শহর, গ্রামাঞ্চল, বা আবাসনের মধ্যে থাকা দোকান খোলা যাবে। কিন্তু শপিং মল বা মার্কেট কমপ্লেক্সগুলো বন্ধই থাকবে। সংক্রমিত এলাকার তিন কিলোমিটারের মধ্যে কোনও দোকানপাট খুলবে না। ই-কমার্স সংস্থাগুলি আগের মতোই অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করবে। মদ বিক্রি করা যাবে না।
Continues below advertisement
Tags :
Lockdown Extended Coronavirus Lockdown E Commerce Shops Shopping Mall Abp Ananda Central Government Coronavirus Covid-19