লকডাউনের মধ্যেই শর্ত মেনে বড় দোকান খুলবে রাজ্যে, ছাড় হকার্স মার্কেটকেও
Continues below advertisement
করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত। রাজ্যে একই সময় অবধি লকডাউন জারি থাকলে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কনটেনমেন্ট জোনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। 'এ' হচ্ছে এফেক্টেড জোন, 'বি' অর্থাৎ বাফার জোন আর 'সি' হচ্ছে ক্লিন জোন । তিনি জানিয়েছেন, ২১ মে থেকে কনটেনমেন্ট এলাকার 'এ' জোন ছাড়া বাকি এলাকায় বড় দোকান খুলবে। ২৭ মে থেকে জোড়-বিজোড় নীতিতে খুলবে হকার্স মার্কেটও।
Continues below advertisement
Tags :
Coronavirus World Lockdown 4.0 Lockdown Relaxation Coronavirus Cases Coronavirus News Coronavirus In India Coronavirus India Abp Ananda Coronavirus Update Mamata Banerjee