HC on COVID Situation: 'তৃণমূলের মুখের কথাই বলছে হাইকোর্ট', নির্বাচন কমিশনকে 'অপদার্থ'র তকমা সৌগতর
Continues below advertisement
কমিশনের (Election Commission) চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন শেসনের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন। করোনার সময় প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তুষ্ট হাইকোর্ট। "একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। তাও কেন সেসবের ব্যবহার করছেন না?" তিনি বলেন, "সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। প্রয়োজনে আমরা টি এন শেসনের কাজ করব", নির্বাচন কমিশনকে তুলোধনা প্রধান বিচারপতির। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "নির্বাচন কমিশন অপদার্থ। আমরা যে কথা বলেছি, সেই কথাই তো হাইকোর্ট বলেছে। হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা নিক সেটাই আশা করছি।"
Continues below advertisement
Tags :
TMC Election Commission Covid-19 Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Saugata Roy CHC COVID-19 CHC Slams EC