সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে শুরু প্লাজমা থেরাপি, মণীশ শুক্ল খুনের তদন্তে বিহারের পথে সিআইডি – দেখুন সকালের ‘শিরোনাম’

Continues below advertisement

এখনও আইটিইউতে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। শুরু প্লাজমা থেরাপি। শরীরে অক্সিজেনের পরিমাণ কম। রয়েছে অস্বস্তি। এমআরআই করা জরুরি মনে করছেন চিকিৎসকরা। রাজ্যে ফের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ প্রায় ৩ হাজার ৬০০। ৬০-র ওপরে মৃত্যু। শুধু কলকাতাতেই ২০। দেশে কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত জৌগ্রাম। দিলীপকে কালো পতাকা। কনভয় বেরিয়ে যাওয়ার পরই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। কাটমানি নিয়ে এবার বেফাঁস তৃণমূল বিধায়ক। মণীশ শুক্ল খুনের তদন্তে এবার বিহার যাচ্ছে সিআইডি। নালন্দা জেলে বন্দি সুবোধ সিং-ই ব্যবস্থা করেছিল টাকা ও সুপারি কিলারের, অনুমান গোয়েন্দাদের। মন্ত্রীকে অপদার্থ বলেও ভোলবদল অনুব্রতর। হাথরস কাণ্ডের তদন্তে অবশেষে সিবিআই। ফের পথে তৃণমূল, পাল্টা কামদুনি-রাজগঞ্জ টেনে আক্রমণে অধীর। পুরোহিত খুনের অভিযোগে উত্তপ্ত রাজস্থানের করৌলি। লাদাখে এলএসিতে ৬০ হাজার সেনা মোতায়েন চিনের। আর বরদাস্ত নয়, লড়তে হবে একসঙ্গে, হুঁশিয়ারি মার্কিন বিদেশ সচিবের। ভারতের পাশে থাকার আশ্বাস।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram