রাজ্যে পরপর তিনদিন করোনা আক্রান্ত তিনশোর বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৩৬৮, মৃত আরও ১০। সংক্রমণ বৃদ্ধিতে পরিযায়ী শ্রমিক যোগ দেখছে সরকার। প্রায় ৩ মাস পর আগামী ১০ জুন থেকে টলিপাড়ায় শুরু হচ্ছে বাংলা সিরিয়াল, সিনেমার শুটিং। সামাজিক দূরত্ব মেনে শুরু হবে শ্যুটিং। শিশু শিল্পীরা আপাতত বাদ, ৬৫ বছরের ঊর্ধেব শিল্পীদের দিতে হবে মুচলেকা।