করোনা: কনটেনমেন্ট জোন নির্ধারণে নতুন কী সিদ্ধান্ত নিল পুরসভা, জেনে নিন
Continues below advertisement
রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলিটিন অনুযায়ী, গত তিনদিন পরপর করোনা আক্রান্ত হয়েছে তিনশোর বেশি মানুষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কন্টেনমেন্ট জোনের পরিধি কমিয়ে আনার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এতদিন কোনও আবাসন একটি ফ্ল্যাটে করোনা আক্রান্তের হদিশ মিললে পুরো আবাসন চত্ত্বরকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হতো। এবার থেকে যে ফ্ল্যাটের বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন, সেই আবাসনে সেই টাওয়ারকেই শুধু কনটেনমেন্ট জোনের তালিকায় রাখা হবে। ঝুপড়ি এলাকার জন্য অবশ্য নতুন সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
Continues below advertisement
Tags :
Coronavirus Cases Coronavirus In India Coronavirus India Containment Zone ABP Ananada Coronavirus Update Unlock One Kolkata