Medicines Price Hike: ফের দামি ওষুধ, আটটি জরুরি ওষুধের দাম একধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল কেন্দ্র

Continues below advertisement

 ABP Ananda Live: ফের দামি ওষুধ। হাঁপানি, গলুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, মানসিক অসুস্থতা সহ আটটি জরুরি ওষুধের দাম একধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল কেন্দ্রীয় সরকার। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে লাগাতার দামবৃদ্ধির জন্য চাপ আসছিল। সেই মতোই দাম বাড়ানোয় সায় দিল NPPA. বলা হয়েছে, ওষুধ তৈরির উপাদান কেনার খরচ বৃদ্ধি, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং মুদ্রা বিনিময়ের হার বৃদ্ধির ফলে আগের দামি ওষুধ বিক্রি করে পোষাচ্ছে না সংস্থাগুলির। তাই আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের দামবৃদ্ধির সিদ্ধান্ত।

আরও খবর, 

 

প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু (Devkumar Basu)। বয়স হয়েছিল ৯১ বছর। আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবকুমার বসু ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক দেবকী কুমার বসুর পুত্র। বাংলা ছাড়া অসমিয়া, মণিপুরী, ওড়িয়া ভাষাতেও তিনি ছবি তৈরি করেন। মাতামগি মণিপুর ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় বাংলা ধারাবাহিক বিবাহ অভিযানের তিনি ছিলেন পরিচালক। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলি হল 'শেষ বিচার', 'সংগ্রাম', 'অপূর্ণ', 'অনুভব' প্রভৃতি। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram