Neet Scam: সুপ্রিম কোর্টে আজ NEET মামলার শুনানি স্থগিত | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে আজ NEET মামলার শুনানি স্থগিত । আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট । NEET UG-র ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই। কিন্তু যত দিন গড়াচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার জানা গেল, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে পরীক্ষায় বসা অনেকে গুজরাতিতে উত্তর লিখে এসেছিলেন। গুজরাতি তাঁদের মাতৃভাষাও নয়, স্কুলে গুজরাতি শিক্ষাও পাননি। বরং টাকার বিনিময়ে উত্তরপত্র ভরে দেওয়ার চুক্তিবাবদই পরীক্ষার জন্য গুজরাতি ভাষার চয়ন করেন তাঁরা। (NEET Controversy 2024)

NEET পরীক্ষায় অনিয়ম নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. গুজরাত হাইকোর্টে ধৃত এক ব্যক্তিকে পেশ করে তারা। ধৃতকে হেফাজতে চেয়ে সওয়াল করতে গিয়েই নয়া তথ্য খোলসা করেন CBI-এর আইনজীবী। আদালতে জানান, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে NEET পরীক্ষায় বসা পড়ুয়ারা গুজরাতি ভাষায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে আগেভাগেই গুজরাতি দালালদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল তাঁদের। ঠিক হয়েছিল, তাঁরা সাদা খাতা জমা দিয়ে আসবেন। পরবর্তীতে গুজরাত থেকে তাঁদের সেই সাদা খাতা ভরে দেওয়া হবে। (NEET Exam Row)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram