Kolkata Heavy Vehicle: শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা

Continues below advertisement

বেহালায় লরির ধাক্কায় শিশুমৃত্যুর জের। যান শাসনে তৎপর পুলিশ। বন্দর এলাকা ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। গতকাল কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলছে ধরপাকড়। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram