High Court: 'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যর জমিদারি ছিল', মন্তব্য বিচারপতির
'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যর জমিদারি ছিল'
'তাঁকে সরিয়ে দেওয়ার পরেও এখন মানিক ভট্টাচার্যর কিছু অনুগামী গন্ডগোল করে যাচ্ছে
তারা সিবিআই-ইডির নজরদারিতে আছে। - মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'বোর্ড জানিয়েছে ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে'
'সেই সময় বোর্ডের কেউ সেখানে উপস্থিত ছিল না'
সেগুলি ওএমআর শিট ছিল, নাকি শুধু কাগজ ছিল তা কেউ জানে না,মন্তব্য বিচারপতির
গ্রেফতারির আগে মানিক ভট্টাচার্যকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আদালতে জানাল সিবিআই
২০২২-এর জুন মাসের ১৩, ১৪ ও সেপ্টেম্বরের ১৬ তারিখে মানিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানাল সিবিআই
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানাল সিবিআই
নিয়োগ-দুর্নীতির মূল মামলা এখন সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য এজলাসে বিচারাধীন
ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় কেস ডায়রি দেখতে সুপ্রিম কোর্ট তো বারণ করেনি, মন্তব্য বিচারপতির
প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলাই এফআইআর নং আরসি সিক্সের
অন্তর্ভুক্ত, জানাল সিবিআই।
আমি তো ওই দুটি মামলা দেখতে চাইছি না, শুধু এই মামলার বিষয়বস্তু দেখতে চাইছি, মন্তব্য বিচারপতির