Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, কুলুতে ভেসে গেল বাড়ি। ABP Ananda Live
ABP Ananda Live: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। কুলুতে ভেসে গেল বাড়ি। সিমলা, মান্ডিতে প্রবল বৃষ্টিতে নিখোঁজ ৩০। ৭ জনের মৃত্যুর আশঙ্কা। উত্তরাখণ্ডের টিহরিতে জলের তোড়ে বাড়ি ভেঙে নিহত ৩। কেদারনাথেও মেঘভাঙা বৃষ্টি, ধসের জেরে অন্তত ১০ জনের মৃত্যু। রাজস্থানে ভারী বৃষ্টি, বেসমেন্টে জল ঢুকে মৃত ৩। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাঁদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও, প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও শোনপ্রয়াগে বেড়েছে নদীর জলস্তর। বর্ধমানে উচ্ছেদ অভিযানে 'আমরা ওরা'? বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ। বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।