HimachalPradesh:হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে ৬জনের মৃত্যু।ধ্বংসস্তূপে পরিণত সিমলা ও মান্ডির একাংশ

Continues below advertisement

ABP Ananda LIVE: মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst Rain) বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। মান্ডির (Mandi) চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩টি গ্রামের বহু বাড়ি ও গাড়ি ভেসে গিয়েছে। দুর্ঘটনায় ৭ জনের মৃত্য়ুর আশঙ্কা। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও (Shimla)। অন্তত ২৪ জন নিখোঁজ। গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ফেটে যায়। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। ২ জনের মৃত্যু হয়েছে, কুলুতে (Kulu) মালানা বাঁধ ভেসে গিয়েছে।

 

রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি প্রত্যাহারের দাবি মমতার । এটা জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram