Holi 2022 ABP Exclusive: গাঁদা-গোলাপের পাপড়ি, বিট থেকে ভেষজ আবির তৈরি বর্ধমানের গৃহবধূদের, মিলবে বাজারেও।Bangla News
Continues below advertisement
বর্ধমানের একদল মেয়েরা দোল উৎসবের প্রাক্কালে মেতে উঠেছেন রঙের তৈরির আনন্দে। সবাই মিলে হাত লাগিয়ে তৈরি করছেন নানা রঙের আবির, রং। উদ্দেশ্য একটাই , দোলের আনন্দে ক্ষতিকর রাসায়নিক যাতে কোনওভাবেই বাধা সৃষ্টি করতে না পারে।
ত্বকে নানারকম অ্যালার্জির ভয়ে অনেকেই রং খেলা এড়িয়ে যান। কারও আবার আবিরের রুক্ষ দানায় ত্বক ছড়ে যাওয়ার ভয় । আর সেসব থেকে মুক্তির উপায় এবার বাতলে দিচ্ছেন কিছু গ্রাম্য মহিলা। তাদের উদ্যোগেই ভেষজ দ্রব্য থেকে তৈরি হচ্ছে হোলির রং। বিট, গাজর থেকে গাঁদা বা গোলাপের পাঁপড়ি দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। এই আবির, গুলাল পৌঁছে যাবে বাজারে মাত্র ১৬০টাকা প্রতি কেজিতে ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ABP Exclusive এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Holi 2022 Happy Holi 2022 ABP Ananda Exclusive Video