Home Isolation: '৭ দিনের পর খুব বেশি মানুষের উপসর্গ থাকছে না', কেন্দ্রের নির্দেশিকা প্রসঙ্গে দীপ্তেন্দ্র সরকার| Bangla News

Continues below advertisement

করোনা (Corona) আক্রান্তদের হোম আইসোলেশনের (Home Isolation) নিয়ম বদল স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)। নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হল ৭ দিন। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। পাশাপাশি, আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট করাতে হবে না, শুধুমাত্র চিকিত্সককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। জানাল স্বাস্থ্যমন্ত্রক।যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের পরামর্শ দিয়েছে, করোনা আক্রান্তদের ১৪ দিন আইসোলেশনে থাকার।

এ বিষয় চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, এটা আসারই কথা ছিল। কারণ যেসব দেশে ওমিক্রন (Omicron) ভীষণভাবে প্রকোপ হয়েছে, সব জায়গাতেই হোম আইসোলেশনে সময় কমিয়ে আনা হয়েছে। খুব বেশি মানুষের সপ্তম দিনের পরে কোনও উপসর্গ থাকছে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram