Bangladesh Protest: বাংলাদেশ সেনা অভ্য়ুত্থানের ইতিহাস কেমন ছিল? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আপাতত সেনার শাসনে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্য়াগ ও দেশছাড়ার পর, সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। সে দেশের জনগণের উদ্দেশে তিনি বললেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন। এর আগেও, বারবার সেনা অভ্য়ুত্থানের সাক্ষী থেকেছে বাংলাদেশ। আন্দোলনের আঁচে ফুটছে বাংলাদেশ। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে, দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। আপাতত সেনার শাসনে দেশ।

অতীতেও পদ্মাপাড়ের এই দেশ বারবার সেনা অভ্য়ুত্থানের সাক্ষী থেকেছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের মধ্যে, ১৮ বছরই কেটেছে সেনাবাহিনীর শাসনে। ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনটি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দুই প্রেসিডেন্টকে সেনার হাতে নিহত হতে দেখেছে। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এছাড়া গত সাড়ে পাঁচ দশকে বাংলাদেশে একাধিক ছোট-বড় অভ্যুত্থানের চেষ্টা ব্য়র্থও হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট হত্য়া করা হয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য়দের। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। 

তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন। তৎকালীন বাংলাদেশের ৩ সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান এবং বাংলাদেশ রাইফেলস নতুন সরকারকে সমর্থন করে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram